দেখা হয়ে যাক এমন কারো সাথে,
যারে দেখিয়া ফেলিতে পাবো না
এই দু আঁখি।
যার নয়নে নয়ন রেখে,
বাধা পরবে হাতে প্রেমের রাখি,
যার সঙ্গ থাকবে সারা জিবন, সারা জনম।
হবে না বিরহ কভু যতক্ষন হবে না মরন

দেখা হয়ে যাক এমন কারো সাথে
যার আগমনে মন পাখিরা ডাকবে প্রভাতে।
যার নয়নের চাহনিতে
চন্দ্র পরবে খসে আকাশ হতে।
যার আগমনে নিত্য মনে
বইবে রসের ধারা।
স্পর্শে জাগবে সেই অনুভুতি
যেগুলো গেছিল মারা।
দেখা হয়ে যাক, তার সাথে
যার সীথি তে রামধনু পরবে ঢোলি,
কথায় যার থাকবে বসন্ত, সারা বছর হোলি।

দেখা হয়ে যাক তার সাথে
রাঙাবে যে এ নিকষ কালো জিবন
যারে পেয়ে আলোকিত হবে
আমার এ ভুবন।
কান্না রা আসবে না কাছে
যে হবে আস্থা ভরসা
ডাকছে আমার গীত তারে
সারা জনম ভরে।
খুঁজছে আমার দিল তারে
সারা শহর গায়ে।

আসুক জিবনে সে
যার লাগিয়া উঠবে মোর গায়ে
নতুন নতুন বসন,
গাহিবে সদা মন পাপিয়া
করবে খুবই আপন
যারে পেয়ে ভুলতে পারবো সকল ভীতি ভয়
যার হাত ধরে করতে পারবো সকল যুদ্ধ জয়
যারে পেয়ে থাকতে হবে না
কখনো মোরে একা
এমন কারো সাথে, হোয়ে যাক দেখা,
যে বেধে চলবে মোরে আচলে আচলে,
বাসতে যারে পারবো ভাল,
মন প্রান ঢেলে দিয়ে।

ব্যাথার ঘরে জ্বলবে যে দ্বীপ হয়ে
যারে কাছে পেলে লাগবে না অসহায়,
যারে পেলে ভুলে যাবে মন
ব্যাথার কবিতা লেখা
সেই প্রেয়সীর সাথে মোর, হয়ে যাক দেখা।

    
                                     ২২ অক্টোবর ২০১৮
                                      দুপুর ১ টা ৫২ মি
                                        ঢাকা