নব যৌবন আধারে
মিশেছে এ চঞ্চল প্রান।
আধারে আলো থেকে দূরে
নিয়ে গেছে মোরে চঞ্চলে;
পিছু হতে দেয় না ম্লান।
নব যৌবন আধারে মিশেছে
এ চঞ্চল প্রান।
প্রবাধ এসেছে মনে মনে,
তরঙ্গ রাখে না রহিতে।
প্রান যেন আজ তটিনী,
হৃদয় তো আজ পাশানী।
মধু কেরে নিয়ে গেছে সুখবাস।
নব যৌবন আধারে মিশেছে এ চঞ্চল প্রান।
চাই আজ দূরে চলে যেতে,
সহে না নির্মমতা।
ক্ষত্রীয়তা রে আজ দমিয়ে হয়েছি গ্লানে,
তবে মরনই হইবে কপালেতে।
কোনো নাহি অপরাধে
নারীরো পথ পানে চেয়ে
কলঙ্কে ভরে গেছে ক্লেশদান।
নব যৌবন আধারে মিশেছে এ চঞ্চল প্রান।