চঞ্চল আমি; চঞ্চল আমার এ মন প্রান।
       চঞ্চল দু আঁখি করে
               সদা তব অনুসন্ধান।
    লাগে এ হৃদয় আমার
               তুমি বিহনে নিষ্প্রান।

তুমি কত দূরে, তবু হয় না মনে,
      তুমি মোর মনের আকাশ সুদূরে
জ্বলিছো রবি হয়ে,
তোমার'ই আলোয় আলোকিত আমি
       করি সেই আলোর সন্ধান।
চঞ্চল আমি; চঞ্চল আমার এ মন প্রান।

        চঞ্চল এ তনু, তৃষ্ণার্ত এ প্রান
        চায় তোমারেই কাছে,
        ভুলে গিয়ে ভীতি আখ্যান।
     তুমি মোর তৃষ্ণার জল,
              হৃদয়ের আঁখি করে টলমল।
    আমার হৃদয় তৃষ্ণার সুরে
                করি তোমারি গুনোগান।

     প্রেম গ্রীষ্ম, খরার মাঝে
       তৃষিত হৃদয় তোমারেই যাচে
               পেতে চায় মন ছোয়া তব
               করিতে চায় রস পান,
    চঞ্চল আমি; চঞ্চল আমার এ মন প্রান।

            
                                              ৮ আগস্ট, ২০১৫
                                              সন্ধ্যা ৭ টা ১৫ মি.