চায়ের কাপে চুমুক দিয়েছি
    নাকি তোমার প্রেম সাগরে
     এত এর মিষ্টতা,
      এ চা বানিয়েছে কোন কারিগরে!
এ হয়ত আমার মনের কারিগর
     প্রতি ক্ষনে যে পরিশোধ করে
          তোমার প্রেমের কর্।

এক কাপ দুধ চা তে
    তোমার শরীরের গন্ধ।
চিনি আর দুধ সবই যেন তোমার রূপে ডুবন্ত।
    অল্প অল্প দিচ্ছি চুমুক,
    যেন চলতে থাকে এ অমৃত পান অবিরত
চায়ের কাপে রাখা যায় না হাত
এ ভিষন উষ্ণ তোমার মত
যেমন উষ্ণ ছিল তোমার দুটি ঠোট,
তোমার বুকের যন্ত্রনার মত।
      
    কাপের গঠন যেন কারে নজর
    এও যেন তোমার আদলে গড়া
হালকা জ্বালে বানানো চা,
তবুও এত কড়া।
   এতে মিশেছে দুধ, চিনি,
   সাথে এক চামচ তোমার স্মৃতি
   তাই হয়ত এ চা লাগছে এত মিহি।
     কাপের হাতল টা যেন তোমার হাতের মত
     যেমন তুমি পরতে কাধ কাটা জামা,
            আর কিছু চুড়ি,
     কাপের ওপর রঙ গুলোর মত।
              
কাপ থেকে উঠে আসছে গরম ধোয়া
     তোমার অভিমানের মত।
ঠোটে এসে ভিজিয়ে দেয় সে বাষ্প ছোয়া,
         তোমার ঘামের মত।
     সেই বাদামী রঙের চা
     তোমার গায়ের রঙের মত।
তোমাকে পাইনি জিবনে;  তো কি হয়েছে
      তুমি আছো আমার এক কাপ চায়ে মিশে।
তোমার স্বাদ নিচ্ছি প্রতি চুমুকে চুমুকে।
     তোমাকে খুঁজে পাই চা এর মাঝে
     তুমিই বাড়িয়েছো আমার চা এর নেশা।

  
                                   ২৭ ডিসেম্বর, ২০২১
                                   রাত ৩:৩৭ মি.