তুমি কি সত্যিই আছো বেঁচে!
শরীরে দেহে, নাকি মনে মনে
তোমাকে আমি মেরে ফেলেছিলাম
বহু বছর আগে,
তবে আজও কিভাবে আছো বেঁচে।
আমি তো নেই বেঁচে,
তোমায় মেরে করেছিলেম আত্মহত্যা
তোমায় হারিয়ে, হারিয়েছে প্রান সত্বা
হারিয়েছি সুর, হারিয়েছি ছন্দ, হারিয়েছি গান।
অনেক খুজেছি তোমায়,
খুঁজে পেয়েছি দুঃখ, কান্না, নিস্বঙ্গতা,
খুঁজে পাই নি প্রান।
সেই দিনই বুঝেছিলাম, আমি আর নেই বেঁচে,
আমার জিবনের হয়েছে অবসান।
কত হাসি, ফিরে এসেছে কান্না হয়ে
কত আনন্দ ফিরে এলো বেদনা হয়ে
কত রঙ আজ বেরঙ হল
ক্ষনিকের হালকা হাওয়াতে।
রাত গুলো কাঁটছে নির্ঘুম
বৃষ্টি হচ্ছে জানালা ঘেসে রুমঝুম
পরেছে পাড়ায় গান শোনার ধুম।
চারিদিকে এত আনন্দ এত অস্থিরতা ভেঙে
মন খুঁজে চলেছে তোমাকে,
তোমার স্মৃতি আকড়ে ধরে
কাঁদছে তোমায় না পাওয়া তে।
এই শহর লোকালয় কোলাহলের ভিরে,
তুমি কি সত্যিই আছো বেঁচে,
নকল প্রেম, নকল বন্ধুত্ব,
স্বার্থপরতার সাথে লড়াই করে,
তুমি কি বুঝে গেছো বাস্তব জিবন কে !
নকল হাসি তোমার ঠোঁটে ,
আমার ঠোঁটে আনে মৃত্যু
নকল রূপ তোমার দেহে
আমার দেহে তোলে ধ্বংসের সিন্ধু
তোমার নকল চলা ফেরা
আমার পথ কে করে এলোমেলো,
তোমার অশ্লীল মেলা মেশা,
আমার জিবন করেছে পঙ্গু।
তোমার ভয়ঙ্কর বদলে যাওয়া
নিমিষেই সব ভুলে যাওয়া
করেছে আমার জিবন বিপর্যস্থ।
এই তুমি তো নও সেই তুমি
তোমার মন থেকে কমলতার গল্প আসে না
তোমার গা থেকে নিষ্পাপ গন্ধ ভাসে না
তোমার হাসি তে আজ দূষিত বাস্প।
সেই মিষ্টি কন্ঠ তোমার আজ নির্মম কর্কশ
তোমার মনের ভাষা আজ দুর্বধ্য অস্পষ্ট
এই তুমি নও সে তুমি,
এ তোমার মৃত জিবন, যার মৃত্যু দাতা আমি।
তাই তুমিও বেঁচে নেই, আমিও বেঁচে নেই
বেঁচে আছে শুধু সেই স্মৃতি,
সেই স্মৃতি গুলোই আজ ধরালো পচন,
শরীরে রক্তে, মাংসে, আমার মনে,
মাংস পচিয়ে দিল কঙ্কাল আকৃতি।
তবু সেই স্মৃতি
তোমারে করেছে উজ্জল অমৃতি।
তোমারে করেছে ভাস্মর, করেছে চিরন্জীবি।
আমায় হারিয়ে তুমি শিখেছো বাঁচতে,
শিখেছো বাস্তবতা, শিখেছো
দুখের মাঝেও হাসতে,
আরোও শিখেছো যন্ত্রনার ভেলায়,
চির সুখের সাগরে ভাসতে।
আমায় হারিয়ে রাত ছিল
তোমার যন্ত্রনায় বিধুর,
সে যাতনা করিলো তোমায় মায়াবিনী নিষ্ঠুর।
আমার স্পর্শের অভাব দিয়েছে এনে
চরীত্রে তোমার দাগ,
কেরে নিয়েছে তব নিষ্পাপ মন
হৃদয়ে ভরেছে পাপ।
আমার বিরহ মারেনি তোমায়,
জিবন কাছে এনেছে,
তোমার কারনে আমি মরেছি,
তুমি যে আছো বেঁচে।
০৯ অক্টোবর,২০১৮
দুপুর ৩ টা ৯ মি
ঢাকা