গাইতে আমার হলো দেরী,
গান বেধে ছিলাম বহু আগে,
সেধেছিলাম সুর যতন করে
তাই তোমায় পাইতে হলো দেরী।
তোমায় দেখতে দেখতে
বহু বছর ভুলে গিয়েছিল তার পথ চলা।
তোমার চোখের ভাষা বুঝতে গিয়ে
স্থবীর হয়েছিল সমুদ্রের বয়ে যাওয়া,
তবে যদি আমি গান বাধতে করি দেরী
তবে আমার দোষ কি তাতে,
আমি তো নই কোনো
দেবতা প্রেরীত দূত;
যে তোমার স্বপনের পুরুষ হয়ে
আসিবো প্রভাতে রাতে।
আমি অতি সাধারন,
যে তোমারে চাইতে এসেছে শুকনো হাতে।
তোমার হাসির উচ্ছাসে
আমার হৃদয় উন্মাদনায়
ঝরে পরেছিল ঝরনা হয়ে,
তোমার কথার প্রতিটি বর্নে,
ফুলে ফুলে হেসে উঠেছিল হৃদয়ের বাগান
এর পরেও কি আমার পরীক্ষা নেবে
আমি প্রেমে পরেছি কি না !
আমি তো তোমার প্রেমে পরবোই,
তো বলো দোষ কি আমার তাতে।
আমায় কি তুমি নিয়ে যাবে তোমার সাথে?
কোনো এক ভয়ার্ত বনের মাঝ পথ দিয়ে
কোনো এক স্নীগ্ধ নদের পার ঘেসে,
গ্রামীন ধানের আল পথ দিয়ে।
আমি তো তোমার প্রেমে অবুঝ বালক,
হেটে যেতে চাই তোমার সাথে
জনম জনম ধরে।
তুমি কোথা হতে এসেছো
হে প্রিয় বালিকা
জিবনে তো দেখেছি কত সুন্দরীর তালিকা
কোথাও পাইনি তোমার মত
চন্দ্র শোভীত বদন, খোপায় কুঞ্চিত মালিকা।
এত ভাল লাগা হয় নি তো আগে
ছিলে কোন তারায় কোন নক্ষত্রে
মোর সুন্দরী অনামিকা
বাণীতে তোমার মুক্ত ঝরে, হাসিতে নিহারীকা
তুমি আমার শান্তির নীর প্রিয় অনামিকা
তোমার রূপের আকাশে বিহঙ্গ আমি
ছুটে ছুটে উরি মেলে পাখনা
মুগ্ধ দৃষ্টি তে থাকি চেয়ে
যখন বিকেলের খোলা মাঠে
ছুটে যাও আনমনা।
আমি শুধু এসেছি মুগ্ধ হতে তোমার রূপে
যানি না কখন গিয়েছি হারিয়ে চুপে চুপে
তোমার মিষ্টি মনের মাঝেতে
আমি এসেছি শুধু তোমায় পেতে
তোমায় পেয়ে জিবন ধন্য করতে।
তাই জগৎের কোনো লোভ লেনাদেনা
আমায় ধরে না।
আমায় ধরে শুধু তোমার রুপ
আমায় মাতাল করে তোমার দেহের সুরভী।
তোমায় নিয়ে বিভর ছিলাম বলেই
গাইতে আমার হল দেরী, আসিতে হল দেরী,
নয়ত খুব আগেই এসে বিমোহীত
করে দিতাম গোটা জগৎ
তোমার রূপের বর্ণনায়
আর কবিতা দিয়ে মাতিয়ে দিতাম।
কিন্তু আমি কবিতা চাই নি।
আমি চেয়েছি শুধু তোমায়।
৪ এপ্রিল, ২০১৯
বিকেল ৪ টা,
ঢাকা