কে যে তুমি, এলে আমার
নতুন এ জিবনে তে
আমার আকাশ ছিল ভরা
তুমি মেঘে ঢেকে দিলে
আমি যতই দূরে থাকি
তুমি কাছে টেনে নিলে।
আমার এ মন তোমারে চায়
সারা ক্ষনই খুজে বেড়ায়,
কেন আমায় আবার তুমি
এনে দিলে এই বিরহে।
আমি যেন তোমার প্রেমে
অনুভবে ডুবে গেছি
তুমি কে যে প্রেমের বেশে
এলে এই মনের মাঝে,
তোমার দেয়া চিঠির মাঝে
পাই তোমার হাতের ছোয়া
কত রসে, কত আদরে
জানালে মনের ভালবাসা
নিত্য প্রান এ রসের ক্ষনে,
মন যেন আনন্দ ধারা।
আমি যত ভুল করি
সব'ই আমার কৃত দারা,
ওগো সখি, ক্ষামা করো নিজ গুনে
বহাও তুমি রশের ধারা।
কান্না ভাসা আজ এ সখি
তোমায় পেয়ে হাস্য রসা
আনন্দ বিরাজ কর
নৃত্য ধরো ছন্ন ছারা
আমার এ সংগীতে,
পাও যদি অনুভবে
তবে আমি অন্জলি দেবো
তব মন মন্দিরে,
সঙ্গীতে জনম মম স্বার্থক হবে তবে;
তোমারে পেলাম বলে।
হেন আমি যে অভাগা
বুঝিব কেমনে, তোমার মূল্য ক আনা,
তোমার রূপে মোহের বসে,
হয়েছি যে পাগল পারা
তোমার রূপের শেরাব পিয়ে
হয়েছি তো মাতোয়ারা।
আকাশ ভরা, তারার মেলা
তোমায় নিয়ে কত খেলা
তুমি আমি, এই দুটি মোন,
শুধুই যেন চির আমরন,
আমার এই মন শুধু যেন
ছড়ায় যে প্রেম বিবরন।
ভুলে যদি যাও আমারে
মরে যাব এই ভুবনে।
আগমনীর ছন্দে এসে
রয়ে যাও মোর ভুবনে,
কে যে তুমি, এলে আমার
নতুন এ জিবনেতে।