বলেছিলে তুমি পদ্ম দীঘির জল
দেখাতে নিয়ে যাবে আমায় দূরের
রসুলপুরের সেই বাড়ি।
কেন তবে দৃঢ় প্রতিজ্ঞা করেও
অকপটে ভাঙ্গে দিয়েছ আমার সব
রঙ্গীন স্বপ্ন সাড়ি?
হ্যাঁ বলেছিলাম, করেছিলাম দৃঢ় প্রতিজ্ঞা ;
তবে সময়ের শান্ত স্রোতে ভেসে ভুলেছি
সেই প্রহরের কথা।
খুব সঙ্গোপনে তুলেছিলাম তোমার জন্য
শত গাঁদা পুষ্পের সদ্য তাজা ঘ্রাণ ছড়ানো
প্রণেয়র মালা গাথা।
মিথ্যে বলোনা;নিওনা অসত্যের আশ্রয়,
আমি ক্ষমা করলেও: বিধাতা কভু ক্ষমা
করবেনা তোমায়।
মিথ্যা বলে দু-দন্ড শান্তির নেই প্রয়োজন,
যদি হৃদয়ও ভাঙ্গে তবু সত্য বল, কথা
বলবে সময়।
রাগে অনুরাগে কেন সহসা আমায়
তুমি আরোপ করে যাও, দাড়িয়ে দৃঢ়
বিশ্বাসের উপর।
বলতেই যদি না দাও আমায় তবে
কি করে করবো আরোপ খন্ডন? সেই
অতীতের প্রহর।
তবে জাগাওনি কেন তুমি আমায়
ঘুমের অঘোর প্রান্ত থেকে; শিহরে
আলতো ছুঁয়ে।
বেদনার নিলচে স্বপ্নরা তাড়া করে গেল
অঘোর নিদ্রায়;তবু শিতল স্পর্শে তোমার
দিলেনা ধুয়ে।
ভুল নয়,জাগ্রত করিনি তোমায় হেতু
ছিলে স্নিগ্ধ নিদ্রায়, মায়াবী মুখ দেখে
কেটেছে সবটা প্রহর।
কুয়াশা আচ্ছন্ন শীতল প্রাত নেমে
করেছিল রিক্ত হৃদয়,যেথা সুখহিন
মরিচা পরা শহর।
কৃষ্ণ তোয়াদ বর্ষনে ভিজিয়ে দিয়ে গেল
তার বেদনার জল ঢেলে মম হৃদয়ের
আঙিনা জুড়ে।
রক্ত ক্ষরণে আবির রঙ্গে সেজেছে দীপ্তি হীন
অধির অপেক্ষমান হিয়া,আর বেদনাও যেন
খায় কুঁড়ে।
চঞ্চলা অবুঝ বালিকার মত চোখে অশ্রু
টেনে সাজিয়েছ তোমার রাগ বরণ ডালা ;
ভীষণ ক্ষোভ নিয়ে।
রাগ রক্তিম মুখে একেঁ দিবো তোমার
ললাটে উষ্ণ আবেগ ঘন চুম্বন ; সব
উজাড় করে দিয়ে।
কথার পিঠে কথা বুনে তুমি
সান্ত্বনার কাব্য গেথে করতে পার
প্রভাকরের তাপ শীতল।
ছলনার ঝড় তুলে নিঃস করেছ
মম সাজানো সুরম্য চিত্ত-সংসারের
মুক্ত গহিন অতল।
অতকে ওঠে তুমি নিষ্পাপ বালিকার ন্যায়
ধরবে ঝাপটে দৃঢ়তার সাথে তাই তুলেছি
ঝড় চিত্ত সংসারে।
ভেবেছি আশঙ্কার লাল টুকটুকে মুখ খানি
দেখবো সহসা ; তবে জানা ছিলনা গড়াবে এ জল
সম্পর্কের উপসংহারে।
কভু জানতে চেয়েছ এই অশ্রু জলের কথা?
কবল গড়িয়ে চিৎকার করে বলতে চায়
কত সহস্র কথা।
না---চাওনি। কখনোই চাওনি জানতে এই সিক্ত
অশ্রু জলের কামনার কথা; শুধু দিয়েছ হৃদয়ে
পাহাড় সম ব্যথা।
তবে সত্যিই তোমায় আমি দিয়েছি কি ব্যথা?
তবে কী করতে পারিনি পুরন এই আমি
তোমাকে দেয়া প্রতিজ্ঞা।
হায়! তবে কী আমি মম-স্বার্থে তোমায়
ভুলেছি অজানায়? চলেছি সময়ের সাথে
না করে তোমার প্রতিক্ষা।
তবে শুধরে নাও যত ভুল,
চল নতুন করে শুরু করি জীবন।
কোমল হাতদুটো ধরে করলাম প্রতিজ্ঞা
ছাড়বো না হাত যদিও আসে মরণ।