ওরা কামানের মুখে পেতে দিয়েছে সাহসের উন্মুক্ত বক্ষ।
ওরা উষ্ণ বুলেট বরণ করে হয়ে আছে শহীদের সাক্ষ।
ওরা ছেড়ে দিয়েছে জীবনের মায়া,
এঁকে নিয়েছে বুলেটে নিজের কায়া,
ওরা ডরেনা দেখে বাজের ছায়া।
ওরা স্পর্ধার সিড়ি বেয়ে ভেঙে দিয়েছে জুলুমের শ্রীঘর।
ওরা ইস্পাত কঠিন প্রত্যয় নিয়ে ----- সবকিছু করেছে পর।
ওরা সত্যের আলোকচ্ছটা ছড়ায়; মিথ্যা আধাঁরের কতলে।
সবার তরে ভালবাসা পাবে ; ওদের হৃদয়ের গহীন অতলে।
ওরা হুংকারে চূর্ণ করে দেয় বিরাট আকাশসম মিথ্যার ঝঞ্ঝাট।
ওরা হানা দেয় কেশরী ন্যায় ---- ঐ মিথ্যা খাজনা তোলার ঘাট।
ওরা চির সাহসী,
ওরা দ্বিগবিজয়ী,
ওরা তপ্ত স্ফুলিঙ্গ,
ওরা একে -অন্যের অঙ্গ,
ওরা সকালেই যেন অদম্য,
কামানের কাছে ওরা অভেদ্য,
ওরা শপথে সিসা ঢালা প্রাচীর,
ওরা শীত সকালের পবিত্র শিশির,
নিজ দায়িত্বে ওরা সদা অবিচল,
সকলের কাছে ওরা দৃঢ় আস্থাচল।
ওরা আভিজাত্যের অলংকার বিসর্জন দিয়ে আপন করেছে আয়াস।
ধরণীতে নতুন চন্দ্র আনতে ওদের --------- প্রগাঢ় নিরন্তর প্রয়াস।
ওরা ভাঙে --- তবু মচকায়না ; বীরের ন্যায় উর্ধ্বে তোলে শির।
ওরা সব বিসর্জনে রাজপথে, এই রাজপথই যেন ওদের নীড়।
ওরা স্টেশনগান-মর্টার-টিয়ার্শেলের সমুখে দমে যায়নি ভয়ে।
অব্যর্থ দৃঢ়-প্রত্যয়ে ছুটে চলে ওরা উজ্জ্বল দুর্নিবার জয়ে।
ওরা শঙ্কাহীন,
ওরা বর্ণবিহীন,
ওরা সদা উজ্জ্বল,
জ্ঞান গভীরে প্রজ্জল,
ওরা ঐশ্বর্য লোভে কভু মত্ত নয়,
ওরা সিন্ধু জলে ডুবে খুজেঁ জয়,
ওরা সাম্যের এক অনর ঐক্য প্রাচীর,
ওরা কেবল বিধাতার নিকট অবনত শির,
ওরা অনবদ্য জীবন খুজেঁ রাজপথে খুন ঢেলে,
ওরা নিজেকে উজাড় করে ধরে সবার তরে মেলে।
ওরা স্বর্গ লিপ্সায় করেছে ত্যাগ ধরণীর সকল মায়া-মমতা।
ওরা অগ্নিবীণায় রণ--সুর তুলে এথায় আনবে সাচ্চা সমতা।
ওরা সবার উর্ধ্বে, গোলাপ পবিত্র ন্যায় চরিত ওদের অহংকার।
ওরা বাজের তরে চির ক্ষিপ্ত,পাপ সমুখে বজ্র কণ্ঠের হুংকার।
ওরা আজাজিলের মত কেড়ে-নেয় শত্রু বুকে লুকায়িত বদ-প্রাণ।
ওরা উদার হাতে বিলায় বুভুক্ষের রোনাজারীত মুখে উদরপূর্ত ত্রাণ।
ওরা চির অক্ষয়,
ওরা সব দুর্জয়,
ওরা হেম সাদৃশ্য,
ওরা সবার প্রেম-বিশ্ব,
ওরা প্রচার করে মনোরম ঐশী বাণী,
ওরা হাসিমুখে বয় অক্লান্ত কষ্টের ঘানী,
ওরা অন্যায়ের প্রতিবাদ করে দৃঢ় প্রতিরোধের মুখে,
ওরা সবার জন্য হাসে ---------------- কাঁদে সবার দুখে,
ওরা স্থাপন করে সাম্য - শান্তি - ভ্রাতৃত্বের মহা মিলন,
ওরা আষাঢ়ের তোয়দ হয়ে ভিজিয়ে দেয় হৃদয় -কানন।
ওরা ধনী গরিবের ব্যবধান উড়িয়ে দিয়েছে সাম্যের গ্রেনেড ছুড়ে।
ওরা দুর্বোধ্য পথে হাটে সাহসী বেশে ; পৃথিবীর মায়া যত ঠেলে দূরে।
ওরা বাঁচাবে শত শত বর্ষ --------- হয়ে বাংলার আকাশের রূপালী চাঁদ।
ওরা স্বপ্ন দেখায় মানবতার মুিক্তর, খুজে দেয় সকলকে সরল পথের সাদ।