দূর্ভাগা জাতী মরছে ডুবিয়া
জানেনা স্বীয় সংকলন,
মন্ডলে তারা পরেছে বাঁধা
ভুলেছে মুক্তির পণ।

ক্রোধে জাতী উঠেছে ফুঁসে
তবু প্রস্তরে বাঁধা মুখ,
সুখ ভুলে বসুধায় তারা
আপন করে নিয়েছে দুখ।

জানে তারা সমরে আবার
অশুভ কেটে আসবে শুভ্র উচ্ছ্বাস,
তবুও তারা শঙ্কা হয়ে;
নীরবে করছে চোখের অশ্রু হ্রাস।

দার বেয়ে কিভাবে তোরা হায়
পাড় হবি তরঙ্গের সাগরে,
আলসে হয়ে বসে থাকবি যদি;
নিষ্ক্রিয় নির্জন এ নগরে।

বিলাস ভুলে অশ্ব গতিতে
চলতে হবে বিজয় ঝান্ডা নিয়ে,
পিছনে ফিরার সময় নেই
আজ; চল অতীত বিসর্জন দিয়।