এক স্নিগ্ধ বিকালে যখন সবুজ মাঠে হাটি,
নিজের অজান্তে মনের কোনে ভাসে তোমার ছবি।

হৃদয়ের প্রতিটা স্পন্দনে শুধু তোমাকেই খোঁজে হয়ে দিশেহারা,
এত ভালোবাসার পরেও তুমি দেওনি ভালেভাসার সারা।

তীর হারা নদীর গতিপথ পাল্টাল কিন্তু তুমি পাল্টালে না,
দক্ষিনা হাওয়া ঝড় হয়ে ফিরে এলো তবু তুমি ফিরলে না।

শিমুল তলায় তোমার জন্য আজো বসে থাকি অপেক্ষায়,
মনের চঞ্চলতা প্রশ্ন জায়গায়;কেউ নেবে কী এই দুঃখ দায়।

হেসে উপহাসে উড়িয়ে দিয়েছ ভালোবাসা মিথ্য বলে,
শূন্য খেয়ালে একটু করে হৃদয় হতে এসেছ সরে।

তোমার আকাশে উড়েছি আমি হয়ে স্বপ্নের নিল ঘুড়ি,
তুমি মুক্ত পাখি হয়ে নাড়ি ছিড়ে গেছ উড়ি।