আমার নাম "তাহসিনুল ইসলাম প্রিন্স " পরিবারের সবাই "তাহসিন" বলেই ডাকে!তবে বন্ধুরা কয়েক জন "প্রিন্স" বলে ডাকে। জন্ম ১৯৯৭ সালের ২১শে নভেম্বর। কবিতা, সংগীত, গল্প, উপন্যাস ইত্যাদি লেখালেখির অভ্যাস ছোট্ট থেকেই। যখন কবিতা লিখতাম, তখন ভাবতাম আমার কবিতা শুধুই ডাইরির পাতায় থেকে যাবে। কিন্তু না, তরুণ কবি "সুলতান মাহমুদ সজীব " ভাই একদিন এই আসরে রেজিস্ট্রেশন করে দেন! আসরে যে কবিতা আছে তা নতুন, পুরোনো কবিতা এখানে লেখিনি। তবে হ্যাঁ সময় পেলে ডাইরির পাতা থেকে তুলে কবিতা গুলোকে এই আসরে নিয়ে আসবো।
আলোচনাটি ৬৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১০/০৭/২০১৪, ০৩:২৯ মি: