কল্পনায় লালিত সব স্বপ্নগুলো গুছিয়ে রেখেছি,
এক যুদ্ধাহত সৈনিকের শেষ অস্ত্রের ন্যায়।
হারিয়ে যাওয়ার ভয়ে
কাউকে দেখানোর ইচ্ছেও
চুপসে গেছে পদ্ম কলির মত।
এমনকি যাকে ঘিরে তিলতিল করে
গড়ে উঠেছে স্বপ্নের স্তম্ভগুলো,
তাকেও বলার সাহস হয়নি।
হয়তো হারিয়ে যাওয়ার ভয়ে।
জীবন থেকে হারিয়ে গেল অগনিত গোধূলী!
সহস্র গোধূলীর বুকে ঘুমিয়ে গেল মধ্য রাত,
এভাবে এক এক করে আট টি বছর কাটল।
তোমাকে বুঝার পর জীবন থেকে
পাঁচটি বসন্ত হাড়িয়ে গেল।
অতিবাহিত হলো ভালোলাগার
আটটি নিশ্চুপ বিষণ্ণ হেমন্ত।