তোমায় কি একটা বলতে গিয়ে বারবার থেমে যাই।
কেন বা কিসের ভয়? তার সদুত্তর আমার এখনো জানা নেই।
হয় তো তোমাকে খুব খারাপ ভাবে হারানোর ভয়,
অথবা বন্ধুত্বের বাঁধনে চিল ফাটা ধরে
একেবারে ধ্বসে পরবে তোমার সমস্তটা।
কয়েক'শ যুগ সাধনা করেও হয়তো আর ফিরে পাবো না
এমন কি মৃত্যুর সাথে পাঁঞ্জা লড়েও।
অথচ নিশ্চল নই আমি,
প্রচন্ড ব্যস্ততার মাঝে নিজের অব্যক্ত কথাগুলো
ঢেকে দেয়ার চেষ্টায় নিমগ্ন।
ব্যর্থ ভালোবাসারা আহত যুদ্ধার মত ক্লান্ত হয়ে
আবার হৃদয়ে প্রস্থান করে নত জানু রূপে।
হাহাকার বা চিৎকার ঠিক আমার সাথে যায় না,
নির্বোধের মত কপাল চাপড়ে
ভালোবাসা জয় করার ইচ্ছেও নেই।
ভাবনার আকাশ জুড়ে স্বপ্নের উপসংহার উপস্থিতির
পূর্বেই নিশ্চুপ হওয়া শ্রেয়।
কল্পনার মানবী মিশে থাক কল্পনাতেই,
অথবা মিশে থাক দু ফোঁটা গড়িয়ে যাওয়া অশ্রু জলে।
কল্পনার প্রতিচ্ছবি ভালো থাকুক।
মহাকালের আদিতে সে ছবি মিশে থাকুক!