বিজয়ের মৌসুম চলছে চারিদিকে।
যুদ্ধের সব স্তরের সৈনিকেরা ঢাল তলওয়ার ফেলে
উৎসবে মেতেছে বিজয়ের।
আমরাও মেতেছিলাম এক জোরা হলুদ গোলপ নিয়ে।
হলুদ গোলাপ ছিলো প্রিয়তমার একমাত্র পছন্দের ফুল।
একদিন হঠাৎ বলল "আজ থেকে আর হলুদ গোলাপ আনবেন না"
আমি থমকে গেলাম, থমকে গেলো আমাদের সময়,
থমকে গেলো পুরো ভারত বর্ষ।
ছেড়ে দিলো ডম্বুরু বাঁধ, ভাসালো লাখো মানুষ কে।
মাত্র বিজয় ছিনিয়ে আনা সৈন্যরা
আবার ঝাপিয়ে পরলো ভাসমান মানুষগুলোকে বাঁচতে।
ব্যস্ত হয়ে গেলো সবাই,
দেশের জন্য আবাল বৃদ্ধা বনিতা সবাই
কোমড় বেঁধে নেমে পরলো।
ব্যস্ত হয়ে গেলো দোকানিরাও,
আমার জন্য বরাদ্দ থাকা হলুদ গোলাপগুলো
শুকিয়ে গেলো দোকানেই।
এই অসময়ে আবার সন্দেহের বুকে বপন করলে
অবিশ্বাস আর ভুলের বীজ।
তবুও বলতে হবে এ বিপ্লব আমাদের,
এ বিপ্লব আমদের হলুদ গোলাপের।
রাত ০১.৫৯
০১.০৯.২০২৪