এই রাজপথ ডাকে আমায় প্রতি রাতে,
নিঃসঙ্গতার গল্প শোনাতে;
চাঁদ, তারা আর হেডলাইটকে সাক্ষী রেখে-
বিচ্ছিন্ন উল্লাসে মাততে;
বিষাদের টুকরো আলপনায় রাঙাতে,
তোমার স্মৃতি-
আর আমার বাস্তবতায় বিষন্নতার হাহাকার তুলতে।
অনুচিত স্মৃতিচারণের ঝংকারে নিহিত-
বৃষ্টিস্নাত সকালের অপেক্ষা,
অথবা নিজের সত্ত্বার সাথে লড়াই,
আজীবন, অনন্তকাল কিংবা পরজন্মেও।