যে আকাশ ছুঁয়ে আঁধার জয়ের প্রতিশ্রুতি
সে আকাশ আর নেই;
নিকষ কালো ছেয়ে এসেছে জীবনে বিচ্যুতি।
যে মেঘের কঠিন আঁধারের ভাঁজে ছিলো সত্য টুকরো সুখ,
সে মেঘ আর নেই;
ঝরে পড়ে ভিজিয়েছে আশাচ্ছন্ন বুক।
যে পাহাড়ের চূড়ো থেকে নির্বাক উষ্ণ প্রেম পড়তো গড়িয়ে,
সে পাহাড় আর নেই;
অদ্ভুত ক্ষয়ে ছড়িয়ে পড়েছে নীল বেদনা হয়ে।
যে জীবন ছিল উন্মাদ উল্লাসে বাঁচার,
সে জীবন আর নেই;
যেন সে বদ্ধ শরীরে আত্মার কাছে কাঠ কয়লার মতো বিষাক্ত অত্যাচার।
তবুও.........
আমি হারাবো,বাড়াবো হাত নীরব উদ্ধারে।
আমি সইবো, বলবো দিন আসবে ফিরে।
আমি রাঙাবো আমায় অন্য রঙে দাড়াবো অভিন্ন ভিড়ে।