"মৃত মানুষ মরে গিয়ে বেঁচে যায় আর জীবিত মানুষ বেঁচে থেকে মৃত প্রায়"। কথাটা আপেক্ষিক লাগে মাঝে মাঝে আমার কাছে। আজ মনে হয় কাছের মানুষগুলোর কাছ থেকে লুকিয়ে থাকাই ভালো। অন্তত তারা এক সময় ভাবতে শুরু করবে মানুষটি হয়তো নেই , হয়তো মিশে গেছে মাটির সাথে, কিংবা মাটি তাঁর ভাগ্যে জোটেইনি। এক সময় সবাই তাকে আস্তে আস্তে ভুলে যাবে । তবে মাঝে মাঝে কেও একজন তাঁর পুরোনো কাপড়গুলো জড়িয়ে তখনও কাঁদবে , কেও জানবে না , কেও দেখবে না। রাতের অন্ধকারে কুকুরগুলো হয়তো সেদিন কাঁদবে , প্রাণভরে কাঁদবে তবুও কেও শুনবে না, সবাই গভীর ঘুমে মগ্ন বাকি দিন গুলোর মতো"।
আলোচনাটি ৮১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০২/০৬/২০১৪, ১১:০০ মি: