অপেক্ষার প্রহর আর কত দীর্ঘ হলে,
    আসবে তুমি !
তোমার জন্য রাখা গোলাপ কলিগুলো
ফুল হয়ে ফুটে আবার ঝরে যাচ্ছে,

বারান্দার ডালিয়া গাছটা দেখে ঠিক করতাম
    নীল শাড়িতে তুমি এলে,
ফুটন্ত ডালিয়াটা গুঁজে দেবো তোমার খোপায়
এই ভাবনায় ডালিয়াটা বড় হয়ে রঙ ছড়ালো
    তারপর শুকিয়ে গেলো
    আবার এলো,আবার শুকোলো,
ডালিয়ার আসা-যাওয়া দেখতে দেখতে ভাবতাম
    এই বুঝি তুমি এলে...

ফুলগুলো সব ঝরে গেলো,
গাছটাও সেদিন শুকিয়ে গেলো,

তবুও তুমি এলে না.....!

------------------------------
অপেক্ষার প্রহর
তাহমীদ হাসান তামীম