সময় ভালো নেই রে !

বহুদিন হলো জেগে উঠেছে নিষ্পেষণ,
ভালো থাকাগুলো কেড়ে নিয়েছে “সবলের শোষণ”।

কেমন আছেন’র জবাবে চওড়া হাসিটা
      মরে গেছে সেই কবে !
“দরের” উত্তাপে ঝলসে যাওয়া মলিন মুখ
      রয় দুখের সাগরে ডুবে।

একই সুর ভাসে সব প্রশ্নের উত্তরে
                   দাদা ! সময় ভালো নেই রে !


কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর মত
                        ঝুলে আছে আমাদের ভাগ্য।
রক্ত,হুঙ্কার,বেসামাল বাজার সব মিলিয়ে
       জনতার কান্নাই যেনো তাদের উপভোগ্য।

দশ টাকা কেজি চালের আশে দাঁড়িয়ে থাকা
   দিনমজুরের কপালে উপহাসের লাথি জোটে,
এমন শত দশ কোটি লুটে নেয় মহোদয়
    এই দিনমজুর আর “চাষাদের” ভোটে।

মধ্যবিত্তও এখন গোপন তালি দেয় কাপরে ,
আর জানতে চাইলে বলে ;
                  ভাইজান , সময় ভালো নেই রে !


সপ্তাহে একদিন শুক্রবার পবিত্র আনন্দে
   খাবারে ভালো-মন্দ আয়োজন হতো আগে,
সেই গরুর গোস্ত যেন এখন সোনার হরিণ
     দোকানে ঝোলানো দেখে শুধুই সাধ জাগে।

ছেলের সেমিস্টার ফি,বাসা ভাড়া আর মুদির বাকি মিটিয়ে
   বেতনের অবশিষ্ট দিয়ে কি আর সাধ পূর্ণ হয় !
তাই অবিরাম বয়ে চলে মাছ-গোস্তহীন মাস
  আর চাল,ডাল,পেয়াজেও জেঁকে বসেছে ভয়।

            দেশের নাকি এতো আয়,
                             তবে সব যায় কোথায় !?
পূঁজি হারিয়ে নিঃস্ব কত “নেতার খপ্পরে..

শিল্পপতিরাও কপাল চাপড়ে বলে,
                          সময় ভালো নেই রে !!!


----------------------------------------
তাহমীদ হাসান তামীম
সকাল , ০৮.১৭
০৪/০১/২০২৪ ইং