সূর্যটা হোক বন্দী কারায়
চন্দ্রটা নেক ফাঁসি,
লগ্ন জুড়েই কান্না থাকুক
যাক হারিয়ে হাসি।
রক্ত যেথায় ঠাণ্ডা শীতল
জংধরা সব অসি।
সত্য-কথন কিম্বা সাহস
বিবর্ণতায় মশি।
বিন্দু আলোর কেন্দ্র যখন
হলুদ পেপার টিভি ,
“সিন্ধু” হেথায় রুক্ষ মরু
“সাঙ্গু” কেবল ছবি।
দিব্য স্বপন মর্ত্য গঠন
প্রস্তুতিহীন কথা !
লক্ষ হৃদের উল্টো শয়ন
বলবো কারে ব্যথা ?
“শুদ্ধ মানব” ঠায় দাঁড়িয়ে
চোক্ষে আঁসুর ধারা ,
ডাণ্ডাবেড়ির শেকল ভেঙ্গে
সাজুক নতুন ধরা।
---------------------------
তাহমীদ হাসান তামীম
সন্ধ্যা , ৭.৩৮
১৭/০১/২০২৪ ইং.