বিজয় এক স্বপ্নিল, রঙ্গিন উৎসব
কত আরাধ্য! খুনঝরা বিয়াবানে সাজ সাজ রব।
তুচ্ছ ক্রিয়াও বিজয় আশে অস্ত্র সাজে সজ্জিত
দর্শনে সব বিহবলতাও স্বয়ং অতি লজ্জিত

ঝগড়া,লড়াই, মড়ক হলে চলে প্যারেড কুচকাওয়াজ
বলহীন ঘাড়ে সবল লোকের বিকট পাঞ্জা বাজ।
স্বার্থ বিরোধ তুচ্ছ তবু অস্ত্র ঝনাৎকার
সর্বনাশে আপন ভাইয়ের নীল নকশা আবিষ্কার।
সহোদরের রক্তমাখা দানোর রূপে জয়
উদ্রেক কি করেনা বক্ষে একটুখানি ভয় !?

দূরের ভূমিতে লক্ষ্য করো ছোট্ট একটি গোর
কাটবে তবে চতুর্পাশে ঘিরে থাকা ঘোর
ধরার বুকে সেও ছিলো এক বিজয়ের কাঙ্গাল
আজ দেখো ঐ মাটির ঘরে পঁচে তার কঙ্কাল।

-----------------
৬:৩২ PM
৩ অক্টো, ২০১৯