হঠাৎ দূরত্বে ঘাবড়ে যেওনা
  অনুভব করতে চাই !
কোন স্তব্ধতায় থমকে থেকোনা
  দূর থেকে দেখতে চাই ।

অকারণে বকায় কষ্ট পেয়োনা
  বুঝে নিয়ো , ওষ্ঠদ্বয় অধীর !
আনমনা উদাসীনতায় খুঁজে নিয়ো
      অভিমান নিবিড়।

খুনসুটি , রাগারাগি আর ঝগড়ায় মনে রেখো
  এ ভালোবাসার অধিকার !
তখন দুটি নয় , এক কাপে তোমার ঠোঁট ভেঁজানো চায়েই
  টানা হোক সবের উপসংহার !!

--------------------------
- অধিকার-
তাহমীদ হাসান তামীম
সকাল : ১১.৩০
১৯/১/২৩

( -: শানে নুযূল :-  সকালের সুখ-নিদ্রায় কল্প-রাজ্যের “আফ্রোদিতি” অনাহুতার হঠাৎ আগমন ! হুজুর আসলেন , ঘুম ভাঙলো , দরসে যুক্ত হলাম ঠিকি ,তবে ..................... )