বাংলা আমার মুখের ভাষা
হৃদয়ে আলোড়ন
বাংলায় হাসি বাংলায় বাঁচি
বাংলায় ওঠে রোজ কিরণ।

বাংলা আমার রক্তে ধোয়া
শুদ্ধ অনুভূতি
বাংলা কোটি মানব প্রাণে
প্রেম বিরহের দ্যূতি।

বাংলা জাগায় নতুন করে
আলস্যে স্বপন।---

বাংলায় হাসি বাংলায় বাঁচি
বাংলায় ওঠে রোজ কিরণ।


বাংলায় শুনি মায়ের মুখে
ঘুম পাড়ানি গান
বর্ণমালায় পুঞ্জিভূত
আবেগ ছোঁয়া তান।

বাংলা যেন অরুন রবি
গ্রীষ্মে সমীরণ।---

বাংলায় হাসি বাংলায় বাঁচি
বাংলায় ওঠে রোজ কিরণ।


বাংলা জুড়ে রফিক্ব,সালাম
বরকেতেরই প্রাণ
বাংলায় মেশা শেখ  ‍মুজিব আর
শহীদ জিয়ার ঘ্রাণ।

বাংলা শেখায় বাঁচতে হলে
বিপ্লব প্রয়োজন ।

বাংলায় হাসি বাংলায় বাঁচি
বাংলায় ওঠে রোজ কিরণ।

-------------------------------
“ বিপ্লবী ভাষা “
তাহমীদ হাসান তামীম