ঘুম-কাতুরে দল নিয়ে কি
জয় করা যায় কিছু ?
পথ চেনাতেই সময় বিনাশ
বিষাদ ঘোরে পিছু ।
রাত পেরিয়ে সকাল যখন
শত্রু ঘরের কোণে ,
কূল হারিয়ে ঘুম তখনও
এরাই যাবে রণে ?
উনিশ তবু কর্মে প্রমাণ
ছ‘য়ের কোমলমতি ,
কেন্দ্রীভূত নিজের মাঝে
কল্যাণে নয় ব্রতি !
জ্বালুক আগুন ক‘জন তরুণ
আনতে অতীত বল ।
ঈমান যখন জাগবে আবার
ভাগবে তাগুত দল ।
---------------------------
তাহমীদ হাসান তামীম
সকাল , ১০.৫০
১৮/০১/২০২৪ ইং.
------------------
অভিযাত্রিক-২০২৪