রক্তাক্ত পবিত্র ভূমি , প্রথম কিবলা,
বহুকাল ধরে নিষ্পেষিত আমাদের আক্বসা।
পিঠ ঠেকাবার মত দেয়ালও নেই পেছনে ,
অপেক্ষার প্রহরে প্রতিটি নতুন ভোর আসে
তাকিয়ে আরশ—পানে।
বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্ত আর বারুদের মিশ্র গন্ধ !
ইথারে আর্ত নিনাদ আর বোমারুর গর্জন ,
তবু কেন মুমিনের হৃদয়ের দ্বার বন্ধ !?
ভ্রাতৃত্বের বন্ধনে কেন বিভেদ আর সংঘাত ?
তোমরা না বীরের জাতি ?
তবু লড়াই শুনে দাঁতে কেন লেগে যায় দাঁত !
এতোদিন ভাবতাম , গাযা বোধ হয় বন্দী , নিঃস্ব,
এখন দেখি গাযাই স্বাধীন , বন্দী পুরো বিশ্ব
এইতো কিছুদিন আগে না ছোট্ট এক শিশু
আল্লাহর কাছে সব বলে দিলো !?
তোমাদের চুপসে থাকার কথা ,
দীনতা , হীনতার কথা ।
ইজরায়েলের বোমার আঘাতে তোমার হৃদয়—জমীন
কাঁপেনা !
আর বলে বেড়াও বিশ্বকাপে বিশ্ব কাঁপে ?
উন্মাদনায় সন্তানহারা মায়ের আর্তনিনাদ ভুলো ......
তৈরী থেকো , তৈরী থেকো সেদিনের জন্য !
যেদিন কাঠগড়ায় দাঁড়াবে আর
বিচারক হবেন আল্লাহ,
সেদিন এই মায়েদের চোখের জল,
বোনদের ভুলে যাওয়া হাসি
আর ফুলের মত নিষ্পাপ শিশুদের রক্তে ভারী হবে
তোমার গুনাহর পাল্লা !
দরকার নেই , দরকার নেই আমাদের নিয়ে ভাবার !
তোমরা থাকো তোমাদের খেলা নিয়ে ,
থাকো তোমাদের বিত্ত বৈভব
আর আলিশান প্রাসাদ নিয়ে ।
আমাদের মাঝেই আসুক ওমর,খালিদ আবার ।
আমরা বেশ আছি ,
হলি স্পিরিটে দীক্ষিত দানোর মুখে আমরা বেশ আছি!
তোমাদের মিছে সান্তনারও দরকার নেই আমাদের ।
তোমরা চাও পৃথিবী আর আমরা
শুধু জান্নাতটাই যাচি......
আমরা কুরআনে,হাদীসে,কাব্যে,ছন্দে
আমাদের স্বান্তনা খুঁজে নেবো
সমস্বরে দৃপ্ত কণ্ঠে আওয়াজ তুলে বলবো :—
মোরা অস্ত্রের মুখে প্রস্তর ছুড়ে
লড়ে যাওয়া সেই বীর,
মোরা রক্তের বানে ভেসে যাবো তবু
নোয়াবোনা কভু শির।
মোরা ঝঞ্ঝার মত উড়ে এসে ফের
উবে যাওয়া বিষ—নীল,
মোরা মৃত্যুর মুখে জান বাজি রাখা
ক্বুদসের আবাবিল ।
—————————————————————————————————
তাহমীদ হাসান তামীম
সকাল : ৭.২৩
২৪/১০/২০২৩ ইং
(দীর্ঘ প্রতীক্ষার পর,রাত্রি যখন ভোর , তখন এলে তুমি,
রক্তাক্ত হৃদয়ের শুভেচ্ছা তোমায় ।)