দেশ জনতার মন আকাশে
ঘ্ণ ঘোর আঁধিয়ার
শিক্ষা জাতীর মূল তবুও
ক্লাসরুম কারাগার।
শিক্ষকহীন বই থেকে কি
জ্ঞান লুফে নেয়া যায়
শিক্ষক যদি বন্দী থাকে
কে নেবে তার দায়?
জ্ঞানপাপীদের পাপের মুখে সঞ্চয়নে বল
চল চল চল চল চল চল
উর্ধ্ব গগণে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী তল
অরুন প্রাতের তরুন দল
চলরে চলরে চল।।।
মসনদ জুড়ে বিরহী নিস্বন
ঘেরা টোপে কাঁটাতার
ছাত্র হৃদয় ব্যকুল প্রবল
সাধনায় হাহাকার।
প্রিজন ভ্যানেই মসনদ আজ
কোথা রাখি এই লাজ
শিক্ষা খাতেও যার নিপীড়ন এ
ভাঙ্গ জালিম এই রাজ।
রক্ত আছে তাই মুছে ফেল চোখের কোণে জল।
চল চল চল চল চল চল
উর্দ্ধ গগণে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী তল
অরুন প্রাতের তরুন দল
চলরে চলরে চল।।।
ভয়ের কাথায় আগুন দিয়ে
কেড়ে আন অধিকার
চৌদ্দশিকের জিন্দান নয়
শিক্ষাই হক্ব তার।
শিক্ষক আমার জ্ঞানের আঁধার
মুক্তি দিতেই হবে
এই দাবীতে রাজপথে নাম
ইতিহাসে লেখা রবে।
জালিম শাহীর রক্তচোক্ষে নামুক আঁসুর ঢ্ল।
চল চল চল চল চল চল
উর্দ্ধ গগণে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী তল
অরুন প্রাতের তরুন দল
চলরে চলরে চল।।।
--------------------------
তাহমীদ এইচ তামীম
১৯/০৬/২০২৩ ইং,
--------------------------------