তুমি আর আমি
অনেকটা
নদীতে প্রতিবিম্বিত চাঁদ আর সূর্যের মত !
এই যেমন ধরো !
স্নিগ্ধ লগণে যখন তোমার আগমণে
স্বপ্নিল পরিবেশ তৈরী হয়
তোমায় ঘিরে ।
আমি তখন পড়ে থাকি যোজন যোজন দূরে
অনুভবের ধূসর ডায়রীতে
কল্পনার বাসর সাজাই।
আর ঝরা পাতার মত
আলতো দুখ-ছোঁয়ায় ঝরে যাই।
অতঃপর.........
কোলাহল আর জীবিকার তাগিদে
অবিরাম ছুটে চলার বার্তা নিয়ে
যখন আমার উদয় ,
তখন তুমি চলে যাও
কক্ষপথে স্মৃতির রেখা এঁকে !
আর বিদায়ের হাত নাড়ি উভয় ।
অপেক্ষার ক্যালেন্ডারে কদাচিৎ
তোমার দেখা মেলে
সুখের পুলসিরাত থেকে পা’ হড়কে
ঠিক তখনি পড়ে যাই
দুখের অনলে ।
----------------------------
তাহমীদ হাসান তামীম
ভোর ৫.১০
১০/০৫/২৩
----------------------------