আঁধারের মিছিলে যদি বিদ্রোহী হয় ঘুম
ঝিঁঝিঁর ডাকে যদি বিষণ্নতা আঁকে চুম.
ঘড়ির হার্টবিট যদি আঁছড়ে ফেলে স্মৃতির তরঙ্গে,
নিঁদহীন চোখে জল নামে যদি অতীত প্রসঙ্গে ।

মুছে দেই সে আঁসুর ধারা ,অজুর শুভ্রতায়
জায়নামাজে হৃদয় জুড়ি,রাতের স্নিগ্ধতায় ।

বলি :
  স্নিগ্ধ লগণে মুগ্ধ মনন করে দিও দয়াময় !
  মিশে যাও তুমি জীবনজুড়ে , করে নাও তুমিময় !!
  তুমি বিহনে কীভাবে বাঁচি , কোথা পাই দয়া কার ?
  তুমি বিনে আর কেউ নেই মোর , আয় পারওয়ারদেগার !!!

তব দ্বারে যাচি ভিখারীর বেশে , তুমি দয়াবান তাই !
তুমি দেবে জানি , দেবেই দেবে ,
       আঁসু-জলে তাই দু-হাত ভেঁজাই ।


.................
তাহমীদ হাসান তামীম
০২.৫৫ AM
৩/১/২০২৩