ছোট্ট পাখি যাওনা শুনে
একটু আমার কথা
কেউ শোনেনা আমার কথা
কেউ বোঝেনা ব্যাথা,।

আব্বু ফেরেন অফিস থেকে
সন্ধ্যা হলে রোজ
মুখ ভার তার বাসায় ফিরেই
নেয়না আমার খোঁজ
আমার চেয়ে বাবার কাছে
অফিস বড় কথা
কেউ শোনেনা আমার কথা
কেউ বোঝেনা ব্যাথা,।

আম্মু বাসার কাজটা সেরে
টিভি কাছে টানেন
নিজের চেয়ে বুয়ার কাছেই
আমায় বেশী রাখেন
কাজের ভিড়ে বলেন নাকো
আয়না কোলে খোকা
ছোট্ট পাখি যাওনা শুনে
একটু আমার কথা।

ভাইয়া আপু পড়া শেষে
ফিরে আসে যবে
কাজ অকাজে থাকে শুধু
ফোনের মাঝে ডুবে
কাছে গেলেই দেয় তাড়িয়ে
সঙ্গে জুটে বকা
ছোট্ট পাখি যাওনা শুনে
একটু আমার কথা।

আমায় খোদা দাওনা করে
অফিস,টিভি,ফোন
আমায় নিয়েই ব্যস্ত সবাই
থাকুক সারাক্ষণ
আমীন বলো আমার দুয়ায়
ছোট্ট পাখিটা
কেউ শোনেনা আমার কথা
কেউ বোঝেনা ব্যাথা,।