পাতি নেতা উপ নেতা
      নেতা আরও কিছু,
পড়ে থাকে এরা শুধু
      ধান্দার। পিছু।

খুঁজে এরা বের করে
    ধান্দার ফন্দি,
জনগণও তাহাদের
   করতলে বন্দি।

এই চাদা সেই চাদা
টেন্ডার নিয়ে দৌড়,
জনতার চোখ তবু
আন্ধারে থাকে ঘোর।

মাঝে মাঝে লাফালাফি
       জনতার কাজ
হুজুগে   বাঙালি
     ভয়েরও ধিরাজ।

এই প্রথা  ঐ প্রথা
  সব প্রথা মান্য,
নতুনকে ছেড়ে মোরা
   পুরোনোতে ধন্য।

কোন কিছু বাদ দিতে
    মনে জাগে ভয়,
ঘিরে নেয় চারিধার
      দ্বিধা সংশয়।

এর কথা  ওর কথা
  নিতে হবে কানে,
বিপথের কথাগুলো
   শুধু যেন টানে।

নয় মাসে সব শেষ
    করি খুব গর্ব,
নিজেদের সম্মান
   নিজে করি খর্ব।

আসলে আমরা তো
          নয় নিজে ভালো,
সমাজের ভালো দিক
         তাই আজ কালো।

কালোর সমাজে মোরা
         করি বসবাস,
নেতারাই দিয়ে যায়
        আজীবন বাঁশ।


------------------------
৬:২৬ PM
০৩/১১/২০১৮ ইং