অরুণ তোমার উষ্ণ তাজা খুনের বড়াই কই ?
তোমার তুমি সংকটে খুব চারদিকে হৈ-চৈ।
বিপুল মিছিল হুমকি-ভাষণ প্রাণটা দেহে নাই ,
ঘরের কোনে ভয়েই কাতর তোমার দেখা পাই ।
কেমন ছিলো তোমার অতীত স্বর্ণ রাঙ্গা ধরা ,
তোমার ছিলো ওমর,খালিদ বখতিয়ারের ঘোড়া !
আরও ছিলো বু-হানিফা আসকালানীর জ্ঞান ,
প্রভাত যাদের রণাঙ্গনে রাত্রি জুড়ে ধ্যান ।
তোমার ছিলো বিন যিয়াদ আর আল ফাতিহের তরী ,
ঝড় তোলা সেই বারবারোসা তোমার পূর্বসূরী ।
সেই তোমাতে মেয়ের আবেশ যায়না ভাবা আর ,
কেমনে ভুলো এমন অতীত নেই তুলনা যার ।
--------------------
তাহমীদ হাসান তামীম
ভোর ,০৬.৪৫
২৮/০১/২০২৪ ইং
বাদ ফজর জায়নামাজে...