একি জান্নাত !
এতো সুন্দর !!
কী অপরূপ রূপ তার !!
কিন্তু আমার হৃদয় বেকারার,
কোথা পাই খুঁজে সেই , সবুজ মাদীনাহর !?
হঠাৎ দেখি হায় !
এ আমি কোথায় !?
সামনে দাঁড়িয়ে বিশ্বনবী উমর দাঁড়িয়ে বায়।
হতবিহ্বল মুগ্ধ নয়নে বাঁধহীন আঁসুধারা,
কোমল পরশে দয়ার নবী মুছে দেন সব জরা।
উমর শুধান ধমক দিয়ে, জাগবি কবে বল!
মুসলিম সদা এক দেহ, ভুলে গেলি ভিরু দল!?
বাড়ছে এথায় হেথায় শুধু রক্ত সাগরে ঢেউ,
এতটা সাহসহারা হবি তোরা,বুঝতে পারেনি কেউ।
পূর্ব পুরুষ তোদের ছিলো শৌর্যে—বীর্যে সেরা,
তোরাই এখন গল্প ফাঁদিস, নিছক মনগড়া!
ডিম—মানবের হুশ হারিয়ে দেয়াল থেকে পড়া,
শিঙওয়ালারা ডিম পেড়ে যায়, এসব নাকি ছড়া!
এসব পড়ে শিশুর মনে কেমন সাহস হবে
কেমনে তারা ধরবে অসি মুক্ত স্বাধীন ভবে!
এক প্রজন্ম বদলে দেখো বদলে যাবে সব
ফিরবে সাহস ওদের বুকে,উঠবে হৃদে রব।
দুনিয়ার পথে করবে ওরা বেহেশত সন্ধান,
করবে আবার উচ্চকিত কালিমার সম্মান।
-------------------
১২.০৯ PM
০৬/১২/২৩ ইং