শীতল খুনে উত্তাপিত “তপ্ত” যুবক দল,
ঘরের কোণে খুঁজতে অধীর সুপ্ত সাহস,বল।
স্বজন কোথাও পাথর ছুড়ে বুলেট বোমার মুখে,
তরুণ বসে “শেয়ার” করে যুদ্ধ জয়ের সুখে।
সমর মানে ওদের মনে দু’আঙ্গুলের কাজ,
ইচ্ছে যাদের দিচ্ছে তুলে “ভেস্ত” দোযখ ভাঁজ।
সত্য কথন ধায় মরণে তরুণ ছোঁয়ায় এসে,
রক্ত সাগর যায় পেরিয়ে স্বপ্ন—ডোবায় ভেসে।
অলস দেহে নিদ্রা প্রবল সময় পেলেই ঘুম,
এমন করেই স্বাধীন ধরায় বন্দী মনন ভূম।
খুন জাগেনা দেখলে লাখো বিস্ফোরিত ঘর,
হাজার শিশুর মৃত্যুতে তাই হয়না প্রবল ঝড়।
এসব তরুণ ধরবে দারুণ “পরশু” দেশের হাল,
জন্ম তাদের ধন্য শুধুই দেশের তরে “কাল”।
------------------------
সকাল, ৬.২৩
বাদ ফজর ,
জায়নামাজে উপবিষ্ট অবস্থায়.........