প্রজন্মটাই বদলে দেবে বেজন্মাদের দল ,
বাঁচতে হলে রুখতে হবে জ্ঞানহীনতার ঢল।
দায় তুলে সব নিজের কাঁধে তরুণ কবি কয়,
কোথায় সকল কলমসেনা তোদের কিসের ভয় !?
তোর কলমেই আসবে ফিরে স্বর্ণঝরা দিন ,
নতুন দিনের হাঁকবে আযান বিলাল মুয়াজ্জিন ।
কলম থেকে ছুড়বি তোরা বারুদ,বুলেট,বোম ,
চিড়বে তাহা বাঁধার প্রাচীর জায়নবাদীর ডোম ।
নিদ্রা কাঁথায় জ্বালবি আগুন তুলবি নতুন ঝড় ,
মৃত্যুতে রোজ অমর হবি ভাঙ্গলে ভয়ের দোর ।
জালিম না হয় নেবেই কেড়ে উষ্ণ কিছু খুন ,
ভয় না পেয়ে দে ছড়িয়ে নওজোয়ানীর তূণ ।
সমাজ গঠন করতে গেলে সইতে হবে দুখ ,
এসব দুখেই রয় জড়িয়ে সংস্কারের সুখ ।
-------------------------
রাত , ১০.০১
২০/১২/২৩ ইং