আই লো রে ভাই ভোট নানান শ্লোগানে,
সারা বেলা মাইকিং বড্ড লাগে কানে।
গানে গানে ভোট চেয়ে করে দিন পার,
রাত দিন শব্দে কান মাথা হয় শুধু ভার।
দিন রাত ছোটা ছুটি ভোট হবে তাই,
সব থেকে সেরা হবে মোর নেতা ভাই।
দানবীর হয়ে যে ভোট কাছে এলে সবে,
ভোট দিয়ে জয় হলে কত কিছু পাবে তবে।
কাড়ি কাড়ি টাকা তার খরচের বাহার,
চা পান বিড়ি আর কত কি যে আহার।
গরীব দুঃখীর হয় সেবক ভোট এলে তবে,
ভোট গেলে নেতার সেবা নাই আর পাবে।
ভোট এলে আপন জনের নেই তার অভাব,
ভোটের সময় আপন হওয়া নেতার স্বভাব।
ভোট এলে ভাই বলে বুকে নেয় সে টেনে,
দেয় আরো কত কথা সব কিছু সে এনে।
গাল ভরা মিছে কথা বলে সারাক্ষন ,
কি করে পাবে নেতা ভোটারের মন।
ভোট শেষে রাখেনা খোজ আর কোন নেতা,
ভোটের পর জনদরদীর খুজে পাবো কোথা।