দাম বাড়িয়ে তেলের করছে তেলেছমাতি,
তেল গ্যাস নিত্য দ্রব্যর মুল্য খুব উর্ধগতি।
দাম বেড়েছে সারে আর দাম বেড়ছে বীজে,
কৃষক এবার চাষাবাদ করবে কেমনে কিযে।
আকাশ ছোঁয়া দ্রব্য মুল্য বলবো কি আর ভাই,
সব কিছুর দাম বেড়েছে বাড়েনি মোদের আয়।
বাজার গেলে পকেট ফাঁকা অল্প কিছু কিনে,
এমনে ভাবে মরছি ভাই আমরা দিনে দিনে।
দ্রব্য মুল্য দাম বেড়ে যায় সিন্ডিকেটের ফাঁদে,
সল্প আয়ের মানুষ গুলো নীরবে আজ কাঁদে।
তেলবাজি মানুষ গুলো করছে তেলেছমাতি,
দুঃখ কষ্টের মাঝে মরছে আজকে এই জাতি।
তেলের বাজারে তেলবাজি সইবো কতো আর,
এমনে ভাব জীবন টাকে করা যায় কি পার।
প্রতিবাদ করো চেপে ধরো তাদের গলা টুটে,
সকল কিছুর দাম বাড়িয়ে খাচ্ছে যারা লুটে।