ছাত্র তুমি বই খাতায় মুখটি গুজে রবে,
আন্দোলন তোমার কাজ নয় শিখলে তুমি কবে।
পড়া লেখা করবে তুমি ওটাই তোমার কাজ,
কোথা থেকে শিখলে তুমি বিদ্রোহী জঙ্গী সাজ।
তোমার হাতে কলম রবে কেন বাঁশের লাঠি,
তোমার পিছে নাড়ছে কে রাজনীতির কল কাঠি।
রাজপথে এলে তুমি হবে রাজাকারের নাতি,
আন্দোলন করলে তোমার জ্বলবে লাল বাতি।
ছাত্র তুমি কাজ তোমার শুধুই লেখা পড়া,
কোটা থাকলে চাকুরি হবে নইলে চাকুরি ছাড়া।
মেধা তোমার ছিকাই তুলে করবে চাষবাস,
আন্দোলনে এলে তোমার জীবনের সর্বনাশ।
রাজপথে এলে রাজাকারের নাতি নেই কোন ছাড়,
ধরা পড়লে তোমার দেহের ভাঙ্গবে সকল হাড়।
এসব ছেড়ে স্কুলে যাও করবে তুমি পাশ,
না পড়িলে তোমার বিপদ হবে সর্বনাশ।
কামানের সামনে বাঁশের লাঠির তুমি সেই তিতুমীর,
সাহসে বুক চিতিয়ে লড়াই করছো তোমরা ছাত্রবীর।
কোটা ছাড়া সবাই যখন রাজাকারে নাতি,
দেশটা একদিন হয়ে যাবে মেধা শুন্য জাতী।