লাল কালিতে লেখা ইতিহাস রক্তের প্রতিফোটা,
কেড়ে নিলো আজ কত শত  প্রাণ ঐ অশুভ কোটা।
বাঙ্গালী আমি এই পরিচয় বাংলা মায়ের ছেলে,
অধিকার চেয়ে বাংলা মায়ের হাজার সন্তান জেলে।

লাখো শহীদের রক্ত দিয়ে এই স্বাধীনতা কেনা,
আমার ভাইয়ের ন্যায্য অধিকার দে ফিরিয়ে দেনা।
শহীদ ভাইয়ের রক্তের দাগে রাজপথ আজো লাল,
ন্যায় অধিকার ফিরে পাবো  আজ নতুবা কাল।

রক্তের নদী রাজপথ আজ রক্ত ঝরা তাজা প্রাণ ,
রাজপথে আজো লেগে আছে  শহীদের রক্ত ঘ্রাণ।
অধিকার চেয়ে মরতে হবে এই স্বাধীনতার অঙ্গীকার
কানে বাজে সেই সন্তান হারা মায়ের আত্ম চীৎকার ।

রক্তে আছে  স্বাধীন চেতনা সেই আজো অবিকল,
রক্ত দিয়ে স্বাধীনতা পাওয়া আস্থা  চির অবিচল।
বাঁচবে যতদিন সিংহের মত গর্জনে সব অর্জন ,
ন্যায়ের পথে থাকিবে সদা বাতিলের সদা বর্জন।