শীতের আমেজ শেষ প্রান্তে এলো ফাগুন হাওয়া,
কুহু কুহু মধুর শুরে কোকিলের গান গাওয়া।
অম্র মুকুলের ঘ্রানে আজ মাতোয়ারা হই,
চতুর দিকে পাখিরা সব করে হই চই।
বসন্ত এলো শিমুল ফুলের রাঙা ছাতা মুড়ি দিয়ে,
তার উপরে বসে রয় হলুদ পাখি সবুজ টিয়ে।
গাছে গাছালি নতুন পাতায় সাজে সবে,
চারি দিকে জেগে ওঠে মিষ্টি কলরবে।
দখিনা বাতাসে মন হারিয়ে যায় সবুজ পাতার বনে,
নতুন হাওয়ায় মন উড়ে যায় কোনসে হাওয়া টানে।