সূর্য মামা ডুবি ডুবি পড়ন্ত বিকাল,
গোধুলী লগ্ন শুরু পশ্চিম গগন লাল।
বিকেল প্রায় শেষ হবে সূর্য মামা ঢোলে,
কিচির মিচির পাখি ডাকে গোধুলী এলে।
রাখাল ছেলে ব্যাস্ত তবে নিয়ে গরুর পাল,
বলে সে গরুর পালকে ত্বরা করে বাড়ি চল।
সর্য হেলে যাচ্ছে সন্ধা নামবে খানিক পরে,
সূর্য তরী ডোবার আগে ফিরবো তবে ঘরে।
রক্তে রাঙা গোধুলী বিকাল সাজলো বুঝি বেশ,
সূয্য তরী ডুবলে তবে গোধুলী হবে শেষ।