হলুদ খামে আসলো চিঠি অনেক দিন পরে,
লিখলে চিঠি সখি তুমি এই আমার তরে।
চিঠি পেয়ে খুশিতে আমি হলাম আত্বহারা,
বন্ধু তুমি ছিলে আমার দুই চোখে তারা।
খুললাম আমি চিঠি অতি গোপনে একা,
চিঠি তো নয় ছিলো চিরকুট লেখা।
আকাশ ভেঙে পড়লো মাথায় চিরকুট পড়ে,
লিখছো তুমি ছোট্র করে গেছো আমায় ছেড়ে।
লিখছো তুমি বাবা তোমায় দিচ্ছে বুঝি বিয়ে,
ভুলে যেও আমায় তুমি যাচ্ছি কষ্ট দিয়ে।
পারবোনা আমি বাবা অবাধ্য মেয়ে হতে,
রাগ করোনা লক্ষীসোনা চাইনি কষ্ট দিতে।
সুখে থেকো ভাল থেকো এই করি কামনা,
আমাকে নিয়ে আর তুমি যেন ভেবনা।
চিরকুট পড়ে আমার চোখে এলো জল,
প্রিয়তম আমার সাথে করলো বুঝি ছল।