অভাব আমার সংসারেতে
কিছু একটা করতে চাই।
আমার কাছে নেই তো টাকা
কোথায় আমি টাকা পাই।
গরীব লোকের কে দিবে ধার
একটা কিছু করতে।
কেউ বলে সমিতি হতে
লোন নিয়ে কাজ করতে।
ঋণ নিয়েছি কদিন আগে
ব্যাবসা করবো তাই।
ব্যাবসা টা শুরু'র আগে
কিস্তির টাকা চাই।
সকাল বিকাল দেয় সমিতি
কিস্তি দেওয়ার তাড়া।
একটি দিনও নেইতো ছাড়
কিস্তির টাকা ছাড়া।
কিস্তির টাকা করতে যোগাড়
করতে হয়যে ঋন।
গুনতে থাকি এই মসিবত
শেষ হবে কোন দিন।
কিস্তির জ্বালা এমন জানলে
ঋণ নিতাম না আগে
কিস্তির জ্বালায় জীবন তখন
কিযে অতিষ্ঠ লাগে।
কিস্তির টাকা শোধ না দিলে
খিস্তি দেবে কত।
কিস্তির জ্বালায় অপমানেতে
মাথা হয়যে নত।
কিস্তিতে ঋণ নিতে হলে
ভাবতে হবে শত।
কিস্তিতে ঋণ নেব না।
অভাব আসুক যত।
১১ আগষ্ট ২০২২
নওয়াবেঁকী, শ্যামনগর,সাতক্ষীরা।