জোনাক জ্বলে মিটিমিটি গাঁয়ে আধাঁর রাতে,
প্রকৃতির আলোর খেলায় জোনাকীরা মাতে।
লেবুর তলে জোনাক জ্বলে গন্ধে ভরায় মন,
ঝোপের ফাকে লুকোচুরি মন মাতে তখন।
লক্ষ তারা আলো ছড়ায় নীল আকাশের বুকে,
জোনাকীরা করে খেলা আপন মনে সুখে।
একটি দুটি এমনি করে বাঁধে ওরা দল,
রাতের বেলা প্রকৃতি যেন হয় অবিচল।
বনে বনে করে খেলা ছড়ায় বুঝি আলো,
চারি দিকে সাজে আলো লাগে কত ভালো।
জোনাকিরা রাতের শেষে লুকায় গভিরে,
দিনের পরে আধার হলে আশে আবার ফিরে।
নওয়াবেকী শ্যামনগর সাতক্ষীরা