বায়ান্নোর ভাষা আন্দোলনে এনে দিলে মুখের ভাষা,
কোটা বৈষম্যে আন্দোলনে ফিরে পাব বাচার আশা।
বৈষম্যের চোখ উপড়ে ফেলো তুলে নাও হাতিয়ার,
বৈষম্যের দেয়ার বন্ধ করে জাতিকে দাও উপহার।
ছাত্র সমাজ জেগে উঠছে আজ বিদ্রোহী লড়াকু বীর,
শপথ নিয়েছি অধিকার নিয়েই ফিরবো তবে নীড়।
রাজপথে যত আঘাত আসুক পেতে দেব এই বুক,
রক্ত দিয়ে অধিকার আদায়ে পাব তবে আমি সুখ।
বৃথা যাবেনা শহীদ ভাইদের রক্তের এই অবদান,
জীবন দিবো তবুও গাইবো না বৈষম্যের জয় গান।
ওদের চোখে রাজাকার শত্রু সমাজের চোখে বীর,
বুক পেতে দাও অধিকার আদায়ে ছুড়ুক যত তীর।
আন্দোলনে নিপাত যাবে ঐ বৈষম্যের জয়রথ,
জয়ের মিছিল নিয়ে তবে ছাড়বো এই রাজপথ।