দেখেছি আমি অনেক কিছু বলতে আমার মানা,
সত্য সব দেখার পরেও হয়েছে যে দিন কানা।
সত্য খবর লিখতে গেলে কলম ধরে সে টানি,
চোখ কান বন্ধ রাখিয়া ফেলিবে চোখের পানি।

যাহা দেখিবে সত্য দেখিবে লিখিবে সব মিছে,
নাকের ডগায় বসিয়া আছে বিষ কাঁকড়া বিছে।
বোবা বধির হয়ে থাকিবে এটাই ওদের পণ,
সত্য খবর প্রকাশ করতে কেঁপে ওঠে তার মন।

সমাজের দর্পণ আজ চেনে না কোনটা ডান ও বাম,
বোবা বোধির সাংবাদিকের এই সমাজে নেই দাম।
বাতাবি লেবুর বাম্পার ফলন বড় হরফে হয় ছাপা,
দেশ মানুষের অধিকারের খবর থাকে মাটি চাপা

খেলার খবরের বারূদ ছোটে তোমার কলম কালি,
সত্য খবর লিখতে গেলে কলম হয়ে যায় খালি।
বোবা বধির সাংবাদিকের দেশটা গেছে চেয়ে,
নাইলে তাদের পকেট গরম মাল সব খেয়ে।