রমনী কুলের মন বিচিত্র বোঝা বড় দায়,
বুঝিনা আমি নারীর মন কখন কি চায়।
কখনো তার কমল হৃদয় বড়ই সাদা মন,
কখনো তার মুর্তি মনা বড়ই রাগি জন।
মাঝে মাঝে ভালবাসায় সিক্ত করে নারী,
কখোনো বা তিক্ত রাগে মেজাজ বড়ই ভারী।
ছেলে বেলায় বোন রুপে করতো ঝগড়া ঝাটি,
আবার কভু ভালবাসায় মনযে নরম মাটি।
মায়ের রুপে করতো আদর অন্যায় করলে শাষন,
নারী মায়ের হৃদয় যেন কমল সুখের আসন।
কন্যা রুপে বাবা মায়ের বুকের রত্ন যে হয়,
স্ত্রী রুপে নারী অবদান মোটেও অল্প নয়।