পাখিদের দূরে ঠেলে দিয়ে
আমরা ক্রমাগত করেছি আপন
সভ্যতার নতুন ফাঁকি–মারণপাখি ড্রোন
এখন আমাদের আকাশে ক্ষণে ক্ষণে
হানা দেয়—শিকারীর দীর্ঘ ছায়া
ফেলে যাওয়া পালকে খুঁজে ফিরি
বিপন্ন জীবনের—ম্রিয়মান মায়া
চপল প্রাণের প্রতীক—পাখিদের তাড়িয়ে
গড়েছি আমরা—কতশত নির্ঘুম তিলোত্তমা
অথচ দ্যাখো—নিয়তির কী নিদারুন খেলা
যুদ্ধপুরীতে সস্তা মানুষ—জমছে মৃতের মেলা
পাখি না ড্রোন? ড্রোন না পাখি?
বুঝে নাও তবে সময়ের দাবী
সমস্বরে আজ–তোলো আওয়াজ
পাখি পাখি পাখি…..
সেপ্টেম্বর ২০২৪