গ্র্যান্ড গ্র্যান্ড ন্যারেটিভে
                যে দুনিয়া বোঝাই
সেখানে হলো না এক
                ছোট্ট শিশুর ঠাঁই

বলি রেখার মতো মানচিত্রে
                মোহ নাই যার
তারেও মারলো বোমা
                শত হাজারে হাজার

পতাকার লীলা জানে নাই
                যে পলক জীবনে
তারেও করলো খুন
                কত না দাপটে

কিছুই যেন করার নাই
                দেখে যাওয়াই সার
এক একটা শিশুর কবর
                যেন পাহাড়ের ভার



১৯ মার্চ ২০২৫