আমার প্রথম একক কবিতার বই “খোলা চিঠি”, বিগত দশ বছরের ছড়ানো ছিটানো লেখাগুলোর একটা স্থায়ী ঠিকানা হওয়ায় আমি আনন্দিত। ‘১৪ থেকে ‘২৪ সময়ে ব্যক্তি ও সমাজ জীবনের বিভিন্ন ক্রিয়া-প্রতিক্রিয়ার শাব্দিক প্রকাশ এই "খোলা চিঠি", যেখানে কবিতার আশ্রয়ে লতানো ঝোপের মতো জড়াজড়ি করে বেড়ে উঠেছে প্রেম, দ্রোহ, রাজনীতি আর জীবনের বহুমাত্রিক বোধ।
বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ঘাসফুল স্টলে (১৮০-১৮১)। কবিতা পড়তে ভালো লাগলে বইটি নেড়ে চেড়ে দেখতে পারেন, লেখা পড়ে ভালো লাগলে সংগ্রহেও রাখতে পারেন 😊